সকল মেনু

মোস্তাফিজের বলে শেরেবাংলা স্টেডিয়ামের সেরা ছক্কা!

হটনিউজ ডেস্ক:

বিপিএল সপ্তম আসরের উদ্বোধনী দিনেই বল স্টেডিয়াম ছাড়া করলেন কুমিল্লা ওয়ারিয়র্সের অধিনায়ক দাসুন সানাকা। রংপুর রেঞ্জার্সের তারকা পেসার মোস্তাফিজুর রহমানের বলে মিরপুর শেরেবাংলার সেরা ছক্কা হাঁকিয়েছেন এই লংকান ক্রিকেটার।

সঞ্জিত সাহার অফ স্পিনে শিকার হয়ে ডেভিড মালান যখন পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হন তখন কুমিল্লার সংগ্র ১১.৫ ওভারে ৮৫ রান। এরপর ব্যাট হাতে নামেন কুমিল্লার শ্রীলংকান অধিনায়ক দাসুন সানাকা। ব্যাটিংয়ে নেমে উইকেটে সেট হওয়ার পরই তাণ্ডব শুরু করেন তিনি।

প্রথম ১৪ বলে ১৫ রান করা এ লংকান ১৮তম ওভারেই লুইস গ্রেগরিকে দুটি ছক্কা হাঁকিয়ে ১৬ রান আদায় করে নেন। ঠিক পরের ওভারে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের উপর রীতিমতো তাণ্ডব শুরু করেন সানাকা।

১৯তম ওভারে মোস্তাফিজের করা দ্বিতীয় বলটিকে ছক্কা হাঁকিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডের ছাদের শেষ ভাগে নিয়ে ফেলেন সানাকা। বলটি ছাদে এক ড্রপ খেয়ে স্টেডিয়ামের বাইরে গিয়ে পড়ে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের এটাই হয়ত সবচেয়ে বড় ছক্কা। এর আগে ২০১২ সালে বিপিএলের প্রথম আসরের প্রথম ম্যাচে গ্র্যান্ড স্ট্যান্ডের ছাদে বল ফেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল। লেগ স্পিনার নূর হোসেন মুন্নার শর্ট বলটি গেইল গ্র্যান্ড স্ট্যান্ডের ছাদের ওপর নিয়ে ফেলেন। বলটি ছাদের ওপর কয়েকটি ড্রপখেয়ে গড়িয়ে মাঠের বাইরে গিয়ে পড়ে।

এদিন নিজের ইনিংসের প্রথম ১৪ বলে ১৫ রান করা সানাকা পরের ১৭ বলের মধ্যে ১০টি বাউন্ডারি হাঁকান। শেষ ১৭ বলের মধ্যে ৯টি ছক্কা ও একটি চারের সাহায্যে রেকর্ড ৬০ রান সংগ্রহ করেন সানাক।

তার ব্যাটিং তাণ্ডবেই ১৭ ওভারে ৬ উইকেটে ১০৮ রান করা কুমিল্লা শেষ তিন ওভারে যোগ করে ৬৫ রান।

দলের হয়ে মাত্র ৩১ বল খেলে ৯টি ছক্কা ও তিনটি চারের সাহায্যে অপরাজিত ৭৫ রান করেন সানাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top