সকল মেনু

গণডাকাতি, মুক্তিপণের দাবীতে অন্তত ৪০ জেলে অপহৃত

1356178702image_16660শাখী হালদার,মংলা:বঙ্গোপসাগরের ১ নম্বর ফেয়ারওয়ে বয়া এলাকায় গণডাকাতি চালিয়েছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। দস্যুরা প্রায় শতাধিক ট্রলারে লুটপাট ও হামলা চালিয়ে মুক্তিপণের দাবীতে অন্তত ৪০ জেলেকে অপহরণ নকরে নিয়ে যায়।শরণখোলা জাতীয় মৎস্যজীবি সমিতির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলে-মহাজন বাচ্চু মিয়া, মহিপুরের মহাজন মজনু গাজী জানান, বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে সংলগ্ন ১ নম্বর বয়া এলাকার বিস্তৃর্ণ এলাকায় গণডাকাতি চালায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। এ সময় সশস্ত্র দস্যুরা ইলিশ মাছ আহরণে নিয়োজিত জেলে বহরে হামলা চালিয়ে বিপুল পরিমাণ ইলিশ মাছ ও অন্যান্য মালামাল লুটে নেয়। এ সময় জনপ্রতি ২ লাখ টাকা মুক্তিপণের দাবীতে অন্তত ৪০ জেলে অপহরণ করে নিয়ে যায় ডাকাত দল। অপহৃত জেলেদের বাড়ী বাগেরহাটের শরণখোলা ও রায়েন্দা এলাকায়।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top