সকল মেনু

জামায়াত শিবিরের আড়াই হাজার নেতা কর্মীর বিরুদ্ধে পুলিশের পৃথক দুটি মামলা

Jamat-e-Islam-sm20130801104255নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: চাঁদপুর ফরিদগঞ্জের বর্ডার বাজার এলাকায় পুলিশের সাথে জামায়াত শিবিরের সংঘর্র্ষের ঘটনায় ৫১জনের নাম উলেখ করে অজ্ঞাত দুই থেকে আড়ই হাজার জামায়াত শিবির নেতা কর্মীর বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করেছে পুলিশ।ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক মামলা নুরুল হক বাদি হয়ে এ মামলা দুটি করেন।ফরিদগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকতা মো: নাজমুল হক জানান, ১৯০৮সালের বিস্ফোরক আইনের ৩ এর ৬ ধারায় একটি আর অপরটি দন্ডবিধির ১৪৩,১৪৮,১৪৯,৩৩২,৩৩৩,৩৫৩,৪৩৫,৪২৭,৩৮০,৩৭৯ ধারায় রেকর্ড করা হয়। মামলার নম্বার ১০/২০১৩ ও ০৯/২০১৩। আসামীদের গ্রেফতারের চেষ্টাও চলছে বলে জানান ওসি।উল্লেখ্য, ১৪ আগস্ট বুধবার বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ বার্ডার বাজার ও লক্ষীপুরের বায়পুরের সীমান্ত এলাকায় জামায়াত-শিবিরের সাথে পুলিশের সংঘর্ষে অন্তত অর্ধশত আহত হয়। তিন ঘন্টাব্যাপী চলা সংর্ঘষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ২শতাধিক টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে।লক্ষ্মীপুর জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন গাড়িযোগে চাঁদপুর যাওয়ার পথে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top