সকল মেনু

নাটোরে জাতীয় শোক দিবস পালন

03.06.00074মোঃ মাহফুজ আলম মুনী, নাটোর থেকে : নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সুর্য্যােদয়ের সাথে সাথে সকল সরকারী-বেসরকারী ভবন এবং ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমীত অবস্থায় উত্তোলণ করা হয়। সকালে শহরের কানাইখালী এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাজেদুর রহমান খান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার দলীয় পতাকা উত্তোলণ করেন। পরে তারা দলীয়ভাবে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে তারা কালো ব্যাজ ধারণ করেন। একই সময় থেকে নাটোর কানাইখালী মাঠে পবিত্র কোরআন খানির আয়োজন করা হয় এবং দুপুরে সেখানে কাঙ্গালী ভোজের ব্যবস্থা করা হয়। বিকেলে শহরের পুরাতন বাসষ্ট্যন্ড এলাকায় জেলা আওয়ামী লীগের আয়োজনে বিশেষ দোয়া মাহফিল ও জনসভা অনুষ্ঠিত হয়। দিবসটি পালনে নাটোর ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নরুল ইসলামের নেতৃত্বে অফিস চত্বর থেকে একটি শোক র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আবারও সেখানে ফিরে আসে। পরে অফিস মিলনায়তনে শিশু-কিশোরদের হিফজুল কোরআন প্রতিযোগীতা ও আলোজনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিশু একাডেমী বঙ্গবন্ধুর ৩৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণীর ব্যবস্থা করে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জাফর উল্লাহ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top