সকল মেনু

পেঁয়াজের দাম ৫৫ টাকার বেশি হওয়া উচিত নয়: বাণিজ্যমন্ত্রী

হটনিউজ ডেস্ক:

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, পেঁয়াজের দাম ৫৫ টাকার বেশি হওয়া উচিত নয়। পেঁয়াজের দাম নির্ধারণ করে দেয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। সচিবালয়ের নিজ সভাকক্ষে আজ বুধবার (২ অক্টোবর) তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আজ সকালেও টেকনাফ দিয়ে মিয়ানমার থেকে ৪৩৮ টন পেঁয়াজ এসেছে। দাম পড়েছে ৪২-৪৩ টাকা। ২ থেকে ৩ দিনের মধ্যে বাজারে আমদানির ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছি।

বাণিজ্যমন্ত্রী বলেন, মনিটরিং টিম দেখছে কার কাছে কি পরিমাণ পেঁয়াজ মজুদ আছে। ভারত থেকে আমদানি বন্ধ হবে এটা ভাবতেও পারেনি সরকার। তাই এই অবস্থা তৈরি হয়েছে। বাংলাদেশে পেঁয়াজ মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধের পদক্ষেপ নেয়ার বিষয়ে পদক্ষেপ নেবে সরকার।

তিনি আরও বলেন, ভোক্তাদের পেঁয়াজ কেনা বন্ধ করে সুযোগ সন্ধানী ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করতে হবে, নিজস্ব উৎপাদন বাড়াতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top