সকল মেনু

বাল্যবিয়ের কবল থেকে রক্ষা পেল ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আল্পনা

images (8)নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৪ আগস্ট : শিক্ষক নুরুল ইসলাম মুকুল ও ক্ষুদে ব্যবসায়ী মমিনুল হকের আপ্রাণ চেষ্টায় বাল্যবিয়ের কবল থেকে রক্ষা পেল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আল্পনা। মঙ্গলবার রাতে আল্পনাকে তার শ্রমজীবি বাবা আনোয়ার সরদার এবং মা সেলিনা বেগম বিয়ে দেয়ার সকল আয়োজন চুড়ান্ত করেন। নীলগঞ্জ ইউনিয়নের পূর্ব হাজীপুর গ্রামের বাড়িতে এই প্রস্তুতি চলছিল। বরগুনা জেলার দক্ষিণ পাতাকাটা গ্রামের শাহজাহান শরীফের শ্রমজীবি ছেলে দেল্লাল শরীফের সঙ্গে বিয়ের কথাবার্ত চুড়ান্ত হওয়ায় তারা আল্পনাদের বাড়িতে উপস্থিত হয়। বরযাত্রীদের আগমনে বাড়িতে গমগম অবস্থা। এমন সময় সেখানে হাজির হন হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম মুকুল এবং ক্ষুদে ব্যবসায়ী ও উপকূলীয় জনকল্যাণ সংঘের সাংগঠনিক সম্পাদক মমিনুল হক। তারা ছেলে ও মেয়ে পক্ষকে বোঝাতে সক্ষম হন যে এই বিয়ে আইনত দন্ডনীয় অপরাধ। এক পর্যায়ে রাত আনুমানিক দশটায় বাল্যবিয়েটি বন্ধ করতে তারা সক্ষম হয়। বিষয়টি এলাকায় প্রশংসা কুড়িয়েছে। উল্লেখ্য আল্পনা হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top