সকল মেনু

সংলাপের মাধ্যমে কাশ্মীর সংকট সমাধানের আহ্বান এরদোগানের

হটনিউজ ডেস্ক:
ভারত ও পাকিস্তানের মধ্যে সংলাপের মাধ্যমে কাশ্মীর সংকটের একটি সমাধানে আসার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

নিউইয়র্কের জাতিসংঘের সাধারণ অধিবেশনে এক ভাষণে কাশ্মীর সংকট নিয়ে মনোযোগ আকর্ষণে ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করেছেন এরদোগান। গত ৭২ বছর ধরে কাশ্মীর সংকট সমাধানের জন্য বিশ্বকে অপেক্ষা করতে হয়েছে।-ডন অনলাইনের

তুর্কি প্রেসিডেন্ট বলেন, দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ও সমৃদ্ধি কাশ্মীর ইস্যুতে থেকে বিচ্ছিন্ন হতে পারে না। ভারত ও পাকিস্তানি প্রতিবেশীদের সঙ্গে কাশ্মীরের লোকজনেরও একটি নিরাপদ ভবিষ্যতের জন্য, সংলাপের মাধ্যমে উপত্যকাটির সংকট সমাধান করতে হবে। আর ওই সমাধান আসতে হবে ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে, সংঘর্ষের মাধ্যমে নয়।

‘প্রস্তাব গৃহীত হওয়া সত্ত্বেও ভারতের অধিকৃত কাশ্মীর এখনও অবরুদ্ধ এবং ৮০ লাখ লোক রাজ্যটিতে আটকে আছেন,’ বললেন মুসলিম বিশ্বের এ নেতা।

দক্ষিণ এশিয়া নিয়ে কথা বলার সময় তিনি বলেন, আফগানিস্তানে হামলা, সংঘর্ষ ও সন্ত্রাসী তৎপরতা কয়েক দশক ধরে এ অঞ্চলকে অস্থিতিশীল করে রেখেছে।

গত ৫ আগস্ট অধিকৃত কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নেয়ার সিদ্ধান্তের পর রাজ্যটিতে যোগাযোগ অচলাবস্থা চলছে। সেখানকার অধিকাংশ রাজনীতিবিদসহ শত শত লোককে কারাবন্দি করে রাখা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সহিংসতায় নিরাপদ লোকজন হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top