সকল মেনু

পাকিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ২৫

হটনিউজ ডেস্ক:
পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ২৫ জন নিহত এবং চার শতাধিক আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে ভারতের উত্তরাঞ্চল এবং পাকিস্তানের বেশ কয়েকটি শহরে ভূকম্পন অনুভূত হয়।
ভূমিকম্পে পাকিস্তানে শতাধিক মানুষ আহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দৈনিক ডন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮।

ইন্ডিয়া টুডে বলছে, মঙ্গলবার বিকাল ৪টা ৩৫ মিনিটের দিকে ভারতের উত্তরাঞ্চলীয় কিছু শহর ও পাকিস্তানে ভূমিকম্প আঘাত হানে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, আজাদ কাশ্মীর, খাইবার পাখতুনখাওয়া, লাহোর, গুজরাট, মুলতান, রহিম ইয়ার খানে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লি, চণ্ডিগড়, জম্মু-কাশ্মীরে কম্পন অনুভূত হয়েছে।

পাকিস্তানে ৮ থেকে ১০ সেকেন্ড পর্যন্ত কম্পন স্থায়ী ছিল। প্রচণ্ড কম্পন অনুভূত হয়েছে। বিভাগীয় কমিশনার মাহমুদ তৈয়্যেব হতাহতের খবর নিশ্চিত করেছেন।
সরকারি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, আহত হয়েছেন শতাধিক মানুষ। ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযানে নামার ডাক দিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান কামার জাভেদ বাজওয়া।

পাকিস্তান টুডে বলছে, পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বিকাল ৪টা ১ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ১।

ভূমিকম্পের কেন্দ্র ছিল পাঞ্জাব প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলের ১২ কিলোমিটার দূরের ঝেলুমে। ইসলামাবাদ ছাড়াও পেশওয়ার, রাওয়ালপিন্ডি ও লাহোরেও কম্পন অনুভূত হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top