সকল মেনু

আইন করেও ক্যাসিনোর অনুমোদনের সুযোগ নেই: অর্থমন্ত্রী

হটনিউজ ডেস্ক:
ক্যাসিনো জুয়া মন্তব্য করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশে আইন করেও ক্যাসিনোর অনুমোদনের সুযোগ নেই।

মঙ্গলবার হোটেল কন্টিনেন্টালে ‘বাংলাদেশ টু ইম্প্রুভ রোড সেফটি’ বিষয়ক সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ক্যাসিনো তো জুয়া। জুয়া তো বেআইনি। আমাদের দেশে কোনোভাবেই জুয়া চলে না। সুতরাং ক্যাসিনো তো চলতেই পারে না। ক্যাসিনো চলবে কেমন করে? বেআইনি কাজ তো সরকার আইন করেও লিগ্যাল করবে না।

মন্ত্রী আরও বলেন, ক্যাসিনোর সঙ্গে সংশ্লিষ্ট যাদের নাম আসছে তাদের অ্যাকাউন্ট সার্চ করা হবে। টাকার উৎস না দেখাতে পারলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে যাদের হিসাব জব্দ করা হয়েছে তাদের কাছেও টাকার উৎস জানা হবে। সবাইকে বলা হবে তোমরা এতো টাকা কোথা থেকে পেলে? সঠিক উত্তর না পেলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এনবিআর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top