সকল মেনু

৪৩৮ জামাত-শিবির নেতাকর্মির বিরুদ্ধে পুলিশের মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় পুলিশের উপর হামলা, গাড়ি ভাংচুর ও সড়ক অবরোধের অভিযোগে ৩৮ জনের নাম উল্লেখসহ মোট ৪৩৮ জামাত-শিবির নেতাকর্মির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।মঙ্গলবার গভীর রাতে সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস আই) আনিছুর রহমান বাদি হয়ে সলঙ্গা থানায় মামলাটি দায়ের করেন।সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।Sirajganj-Pictureউল্লেখ্য, জামায়াতের নিবন্ধন বাতিল করে হাইকোর্ট থেকে দেয়া রায়ের প্রতিবাদে জামায়াতের দেশব্যাপি মঙ্গল ও বুধবার টানা ৪৮ ঘন্টা হরতালের প্রথম দিন মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের সলঙ্গা থানার এসিআই ফুড মিল সংলগ্ন নলকা নামক স্থানে পিকেটিংয়ের চেষ্টা করে জামাত-শিবির কর্মিরা। খবর পেয়ে পুলিশ সেখানে পৌছলে পুলিশের উপর হামলা করে জামাত-শিবির কর্মিরা। এসময় সদর থানার গাড়ি চালক, পুলিশ কনস্টেবল সেলিম রেজা গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top