সকল মেনু

জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

hasina-hamidগোপালগঞ্জ প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের   ৩৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে রাষ্ট্রীয় কর্মসূচীতে অংশ নিতে বৃহস্পতিবার (১৫ আগষ্ট) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসছেন রাষ্ট্রপতি এ্যাডভোকেট আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক দিবসের কর্মসূচীকে সফল করতে সব ধরনের প্রস্তুতি এখন শেষের দিকে। টুঙ্গিপাড়ায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঢাকা থেকে হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়া পৌছে সকাল ১০টায় সময় জাতির জনকের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে ফাতেহা পাঠে অংশ নিবেন। এসময় তিন বাহিনীর একটি চৌকস দল জাতির পিতাকে রাষ্ট্রীয় সালাম এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করবেন। পরে বেলা ১১টায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতির জনকের সমাধী সৌধ কমপ্লেক্স মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে অংশ নিবেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ৩৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসকে সামনে রেখে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধী সৌধ কমপেক্সে চলছে শোভাবর্ধন ও পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ। জেলার বিভিন্ন রাস্তাা ঘাটে নির্মান করা হয়েছে কালো তোরন। বিভিন্ন স্থানে কালো পতাকা দিয়ে শোকের আবহ সৃস্টি করা হয়েছে।রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সেনা, নৌ, বিমান, পুলিশ বাহিনী তাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর এ আগমনের কর্মসূচী সফল করতে সব ধরনের প্রস্তুতিই শেষ করেছে প্রশাসন। মাজার কমপেক্সসহ পুরো গোপালগঞ্জে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। টহল দিচ্ছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দ্রুত গতিতে এগিয়ে চলছে সৗন্দর্য বর্ধন, ধোয়া-মোছা ও মিলাদ মাহফিলের স্থান তৈরীর কাজ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top