সকল মেনু

শাপলায় নিহতের ‘প্রকৃত’ সংখ্যা জানালেন জয়

joy____Bapsহটনিউজ ডেস্ক,ঢাকা: মানবাধিকার সংস্থা অধিকারের মিথ্যা তথ্যের ভিত্তিতে আল জাজিরা ও হিউম্যান রাইটস ওয়াচ বিভ্রান্ত হয়েছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ৫ মের সেই ঘটনায় নিহতের প্রকৃত সংখ্যা ১১ বলেও দাবি করেছেন তিনি।মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নিজের ফেসবুক পাতায় এক স্ট্যাটাসে এ দাবি করেন জয়।তিনি লেখেন, আল জাজিরা এবং হিউম্যান রাইটস ওয়াচ স্বঘোষিত মানবাধিকার সংগঠন ‘অধিকারের’ ৬১ জন নিহত হবার রিপোর্টের ঘটনাকে যাচাই করতে পারেনি। আল জাজিরা এবং হিউম্যান রাইটস ওয়াচ সেই সময় স্বঘোষিত মানবাধিকার সংগঠন ‘অধিকারের’ অসত্য এই রিপোর্টের সূত্রের বরাত দিয়ে ৫০ জনের মতো নিহত হবার ঘটনা জানায় বিশ্ববাসীকে। ৫ই মের ঘটনায় নিহতের প্রকৃত সংখ্যা হলো ১১।কিন্তু একটি অন্যায় উদ্দেশ্যে অসত্য এ সংবাদটি সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে স্বঘোষিত মানবাধিকার সংগঠন ‘অধিকার’। এই অসত্য এবং অসমর্থিত সংবাদ।তবে এ তথ্য কোন উৎস থেকে পাওযা গেছে তা উল্লেখ করেননি প্রধানমন্ত্রীপুত্র জয়।উল্লেখ্য, গত ৫ মে রাজধানীর শাপলা চত্বরে অবস্থান নেয়া হেফাজতে ইসলামের কর্মীদের সরাতে মাঝরাতে অভিযান চালায় যৌথবাহিনী। এ অভিযানে ভারি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে এবং অনেক মানুষ নিহত হয়েছে বলে দাবি করে হেফাজত ও বিএনপি। তবে যৌথ বাহিনী ও প্রধানমন্ত্রী দাবি করছেন, অভিযানে একজনও নিহত হয়নি।যদিও এ বিতর্ক আন্তর্জাতিক মহল পর্য্ত আলোচিত হচ্ছে কিন্তু কোনো পক্ষই এ ব্যাপারে তদন্তের উদ্যোগ নেয়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top