সকল মেনু

মাদারীপুরে ডেঙ্গু কেড়ে নিল গৃহবধূর প্রাণ

হটনিউজ ডেস্ক:

মাদারীপুরের শিবচর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় নেয়ার পথে ডেঙ্গু আক্রান্ত এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নাম সুমি আক্তার (৩০)।

শনিবার মধ্যরাতে ওই গৃহবধূর মরদেহ তার বাড়ি জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়ীতে আনা হয়েছে। এ নিয়ে মাদারীপুরের এখন পর্যন্ত আট ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

সুমি জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়ীঘাট এলাকার স্পিডবোট চালক আনোয়ার ফকিরের স্ত্রী। তিনি এক মেয়ে ও দুই ছেলের জননী।

জানা যায়, গত ২০ আগস্ট জেলার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় ডেঙ্গু আক্রান্ত গৃহবধূ সুমি আক্তার। তিনি হাসপাতালেই চিকিৎসাধীন।

কিন্তু শনিবার তার অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। পদ্মা পাড়ি দিয়ে ঢাকার পথেই তার মৃত্যু হয়।

শিবচর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুল মোকাদ্দেস বলেন, শনিবার সুমির শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

তিনি ২০ আগস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এখনও হাসপাতালে ২৪ রোগী ভর্তি আছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top