সকল মেনু

জামায়াতের রাজনীতি করার সুযোগ থাকা উচিত নয়: দীপু মনি

top_70242013-07-29_1375115805নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: জামায়াতের রাজনীতি করার সুযোগ থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা: দীপু মনি। তিনি মঙ্গলবার বিকেলে চাঁদপুরের হাইমচর উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, কোনো ভাবেই তাদের রাজনীতি করার সুযোগ থাকা উচিত নয়। জামায়াত নিষিদ্ধ হওয়া উচিত। এ বিষয়ে বিদেশী কোনো ধরনের চাপ নেই বলে জানান তিনি।দীপু মনি আরো বলেন, বিশ্বের যে কোনো জায়গায় যখন কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী, যুদ্ধাপরাধী মানবতার বিরুদ্ধে অপরাধ বা গণহত্যার মতো ঘৃণ্য অপরাধের সাথে জড়িত থাকে তাদের কাজ করার কোনো সুযোগ কোনো দেশে পায়নি। অথচ সে সুযোগ করে দিয়েছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান।মন্ত্রী বলেন, ৭১ এ তারা যে কায়দায় মানুষের উপর নির্যাতন চালিয়েছিল ২০০১ সালের পরও তারা একই কায়দায় নির্যাতন চালিয়েছে বিএনপির ছত্রছায়ায় থেকে। বিএনপিকে সঙ্গে নিয়ে আবার তারা একই কায়দায় মাঠে নামবার চেষ্টা করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top