সকল মেনু

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

হটনিউজ, ফরিদপুর :

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সুমন বাশার রাজু নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

রাজুর বাড়ি মাগুড়া জেলার সদর উপজেলার চাঁদপুর গ্রামে। সে মাগুড়ার সত্যজিৎপুর কলেজের উচ্চ মাধ্যমিকের মানবিক শাখার ছাত্র।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, সুমন বাশার ঈদের দিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। শনিবার বেলা সাড়ে ১০টার দিকে সে মারা যায়।

এদিকে, গত চব্বিশ ঘন্টায় ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪ জন। বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৩শ ৯৬ জন।

এ পর্যন্ত চিকিৎসা নিয়েছে প্রায় ১২শ জন। এদের মধ্যে ঢাকায় পাঠানো হয়েছে ১শ ৩০ জনকে। আর সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে ৫৭০জন।

হাসপাতাল সূত্রে জানা যায়, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top