সকল মেনু

আত্মহত্যা করলেন সাবেক ভারতীয় ওপেনার

হটনিউজ ডেস্ক:

ভারতের সাবেক ওপেনার গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চেন্নাইয়ে নিজের বাসভবনে বৈদ্যুতিক পাখায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানায় ভারতীয় গণমাধ্যম। ভিবি চন্দ্রশেখর কেন আত্মহত্যার পথ বেছে নিলেন সেটার কারণ এখনও জানা যায়নি।

৫৭ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার কেন আত্মহত্যার পথ বেছে নিলেন তারও কোনো নোট লেখেননি। নিশ্চিত করেন চেন্নাইয়ের মালাইপুরের তদন্তকারী পুলিশ অফিসার সেন্থিল মুরুগান।

তবে চন্দ্রশেখরের আত্মহত্যা নিয়ে তার স্ত্রী পুলিশকে জানান, সন্ধ্যায় সবার সাথে আড্ডা দেন। এরপর চা-নাস্তা সেরে নিজের শোবার ঘরে চলে যান। খানিক বাদে বাইরে থেকে ডাকলেও কোনো সাড়া না পাওয়ায় জানালায় উঁকি দিয়ে দেখা যায় পাখার সঙ্গে ঝুলছেন তিনি।

চন্দ্রশেখরের স্ত্রী পুলিশকে আরও জানান, তিনি অবসাদে ভুগছিলেন দীর্ঘদিন যাবত।
ভারতের হয়ে ৭টি একদিনের ম্যাচ খেলা চন্দ্রশেখর বেশ জনপ্রিয় ছিলেন তামিলনাড়ুর ওপেনার হিসেবে। ১৯৮৭-৮৮ মৌসুমে রঞ্জী ট্রফি জয়ী তামিলনাড়ু দলের সদস্য ছিলেন চন্দ্রশেখর। ৮১টি প্রথম শ্রেণির ম্যাচে ৪ হাজার ৯৯৯ রান করেছেন তিনি। ক্রিকেট থেকে অবসরের পর নির্বাচক, কোচ ও ধারাভাষ্যকারের ভূমিকায়ও ছিলেন বিভিন্ন সময়ে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top