সকল মেনু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্বাস্থ্যকর্মীর মৃত্যু

হটনিউজ ডেস্ক:

মাদারীপুর সদর উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানী ঢাকার বাংলাদেশ মেডিকেল হাসপাতালে চাকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ব্যক্তির নাম মণ্ডল (৩৫)। তিনি মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি গেল এক সপ্তাহ ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত সাতজন ডেঙ্গু রোগী মারা গেলেন।

মাদারীপুর সিভিল সার্জন শফিকুল ইসলাম জানিয়েছেন, মাদারীপুরে এখন পর্যন্ত সাতজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর পেয়েছি। তাদের মধ্যে কালকিনি ও শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা গেছেন। বাকি পাঁচজন ফরিদপুর মেডিকেল কলেজ, বরিশাল মেডিকেল কলেজ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top