সকল মেনু

দক্ষিণবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ শুরু

হটনিউজ ডেস্ক:

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার তিন ঘণ্টা পর আবার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শুক্রবার দুপুর পৌনে দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটার পর বিকেল সাড়ে ৪টার দিকে আবার রেল যোগাযোগ শুরু হয়।

দুর্ঘটনার পর প্রায় তিনঘণ্টা বঙ্গবন্ধু সেতুতে ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে ঘরে ফেরা মানুষের ঈদযাত্রায় চরম ভোগান্তি দেখা দেয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, বগিটি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এদিকে দুর্ঘটনায় বঙ্গবন্ধু সেতুতে পারাপারের লাইন বন্ধ হয়ে যাওয়ায় উত্তর ও পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ ছিল। দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ঢাকা থেকে খুলনাগামী ৭২৬ সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি বিপুলসংখ্যক যাত্রী নিয়ে বঙ্গবন্ধু সেতুতে ওঠার প্রায় এক কিলোমিটার আগে ‘ছ’কোচের একটি বগি লাইনচ্যুত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top