সকল মেনু

অধিকারের প্রধান এজেন্ডা জামায়াত,হেফাজতের স্বার্থরক্ষা-তথ্যমন্ত্রী

e9d616ee03780c67597a68d422a1548d_XLকাঞ্চন কুমার, কুষ্টিয়া থেকে: জামায়াত ইসলামী আর হেফাজতের স্বার্থ রক্ষাই অধিকারের প্রধান এজেন্ডা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলা চত্বরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।মানবাধিকার সংগঠন অধিকার নিয়ে মন্তব্য করতে গিয়ে আরও বলেন, ‘মানবাধিকার বিষয়ক সাম্প্রতিক রিপোর্টগুলো পর্যালোচনা করলে দেখা যাবে জনগণের মানবাধিকার রক্ষার বিষয়টা অধিকারের এজেন্ডা নয়। মনে হচ্ছে তাদের প্রধান এজেন্ডাই হচ্ছে জামায়াতে ইসলামী, হেফাজত এবং জঙ্গীবাদের স্বার্থরক্ষা করা।’মিরপুর উপজেলা জাসদের নেতাকর্মীদের সঙ্গে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় অনুষ্ঠানের আগে তথ্যমন্ত্রী অধিকারের চোখ দিয়ে বাংলাদেশকে না দেখার জন্য বিদেশী বন্ধুদের আহ্বান জানান।এর আগে জাসদ সভাপতি ভেড়ামারা উপজেলার মহাজোটের নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলাপ আলোচনা করে তা সমাধানের আশ্বাস দেন।এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, কুষ্টিয়া জেলা জাসদের সহ-সভাপতি এমদাদুল হক আতা, জাসদ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, মিরপুর উপজেলা জাসদের সভাপতি মহাম্মদ শরীফ, সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ মহাজোটের স্থানীয় নেতারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top