সকল মেনু

এবার তারেক-ফখরুলের বিরুদ্ধে মামলা এবি সিদ্দিকীর

হটনিউজ ডেস্ক:
দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করার কারণে হুমকির অভিযোগ এনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৯ নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আজ সোমবার (৫ আগস্ট) ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী মামলাটি করেন। তবে মামলা গ্রহণের বিষয়ে এখনো কোনো আদেশ দেননি আদালত।

মামলার বাদী এবি সিদ্দিকী বলেন, খালেদা জিয়াসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করায় আমাকে নানাভাবে হুমকি দিচ্ছেন আসামিরা। সর্বশেষ আইএসের নামে আমার বাসায় চিঠি পাঠানো হয়। তাই আমি আদালতে এসেছি মামলা করতে। আদালত এ বিষয় এখনও কোনো আদেশ দেননি।

মামলার অভিযোগে এবি সিদ্দিকী বলেন, গত ২৩ জুলাই আমার বাসায় একটি রেজিস্ট্রি চিঠি পাঠান বুয়েটের শিক্ষক হাফিজুর রহমান রানা। চিঠিতে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করার কারণে আইএস’র ভয় দেখিয়ে আমাকে হুমকি দেওয়া হয়। তাই পরের দিন সরকারের কাছে রাষ্ট্রীয় নিরাপত্তা চেয়ে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়রি করেছি। আসামিদের বিরুদ্ধে দণ্ড বিধির ১০৯/৫০৬ ধারায় অপরাধ আমলে নিয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top