সকল মেনু

টেক্সাসে গুলিতে ২০ হত্যায় ট্রাম্পের তীব্র নিন্দা

হটনিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি শপিংমলে বন্দুকধারীর গুলিতে ২০ জন নিহত হওয়ার ঘটনায় মাইক্রোব্লগিং সাইট টুইটারে দুটি ভিন্ন টুইট করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটে তিনি সে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

শনিবার সে ঘটনার পর নিজের মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রেসিডেন্ট বলেছেন, ‘টেক্সাসের এল পাসোর আজকের ঘটনা শুধুই দুঃখজনক নয়, এটি একটি কাপুরুষোচিত কাজ। দেশের সবাইকে সঙ্গে নিয়ে আমি আজকের এই ঘূণ্য কাজের নিন্দা জানাই। নিরীহ মানুষকে হত্যার কখনোই কোনো কারণ বা অজুহাত থাকতে পারে না….’

ভিন্ন একটি টুইটে ইউএসএ টুডের একটি সংবাদ শেয়ার করে ট্রাম্প লিখেছেন ‘ঈশ্বর আপনাদের সবার সঙ্গে থাকুক।’

এর আগে শনিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে টেক্সাসের এল পাসো সিটির ওয়ালমার্ট সুপার সেন্টারে এক বন্দুকধারীর গুলিতে ২০ জন নিহত হন। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে টেক্সাসের ডালাস এলাকার প্যাট্রিক ক্রুসিয়াস নামে ২১ বছর বয়সী এক যুবককে আটক করে পুলিশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top