সকল মেনু

এবার ডেঙ্গু কেড়ে নিলো শিক্ষিকার প্রাণ

হটনিউজ ডেস্ক:

ঝালকাঠির রাজাপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নিগার সুলতানা (৩৫) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।

রবিবার দুপুরে রাজাপুর থেকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিগার সুলতান সাতুরিয়া ইউনিয়নের দক্ষিন হালদারখালী গ্রামে শাজাহান মৃধার মেয়ে। সে সরকারের দুই বছর মেয়াদী ন্যাশনাল সার্ভিসের একজন কর্মী হিসেবে রাজপুর উপজেলা পশু হাসপাতালে কর্মরত ছিল ও স্থানীয় একটি বে-সরকারী কিন্ডার গার্টেন এর শিক্ষক ছিলেন।

এলাকাবাসী ও স্বজনরা জানায়, নিগার সুলতানার স্বামী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। কয়েকদিন আগে নিগার সুলতানা তার স্বামী শামছুল হুদার কাছে ঢাকায় বেড়াতে যান। গত ২৬ তারিখ ঢাকা থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এলাকায় আসেন। গত শুক্রবার গুরুতর অসুস্থ অবস্থায় তাকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়ি ফেরেন। রবিবার দুপুরে আবারও অসুস্থ হলে তাকে বারিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top