সকল মেনু

ডেঙ্গুতে মৃতদের মিছিলে যোগ দিল শিশু জারিফা

হটনিউজ ডেস্ক:
টানা পাঁচ দিন ঢাকা শিশু হাসপাতালে ছিল শিশু জারিফা জাহান। আইসিইউতে চলছিল ডেঙ্গুর সঙ্গে যুদ্ধ। শেষ পর্যন্ত হার মানতে হয়েছে তাকে। আজ রবিবার (২৮ জুলাই) সকাল পৌনে ৯টায় মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি।

জারিফার বাবার নাম জলিল আহমেদ, মা রেহানা আক্তার। রাজধানীর আজিমপুরে পরিবারের সঙ্গে থাকতো সে। পড়তো আজিমপুর লিটল অ্যাঞ্জেল স্কুলে তৃতীয় শ্রেণিতে।

রবিবার বেলা ১১টার দিকে ঢাকা শিশু হাসপাতালে গিয়ে দেখা যায়, স্বজনরা অঝোরে কাঁদছেন। সামনে কাপড়ে মোড়ানো পড়ে আছে জারিফার নিথর দেহ। হাসপাতাল থেকে তার মরদেহ অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে।

কাঁন্নাজড়িত কণ্ঠে জারিফার মামা সুমন বলেন, গত বুধবার এই হাসপাতালে ভর্তি করা হয় জারিফাকে। ভর্তির পর থেকেই আইসিইউতে ছিল সে। আজ রবিবার সকাল পৌনে ৯টার দিকে সে মারা যায়।

সরকারের উদ্দেশ্যে সুমন বলেন, ‘ডেঙ্গু এখন আর স্বাভাবিক অবস্থায় নেই। সরকারের উচিত ডেঙ্গুকে মহামারি ঘোষণা করা।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top