সকল মেনু

সদরপুরে বন্যার কারনে ১৬টি বিদ্যালয় বন্ধ ঘোষণা পাঠদান ব্যাহত

রাকিবুল ইসলাম, সদরপুর:

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা-আড়িয়াল খাঁর চরাঞ্চলের ৩টি ইউনিয়নের ১৫টি প্রাথমিক, ১টি হাই স্কুল ও ১টি আলিয়া মাদ্রাসা বন্যা প্লাবিত হওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সকল বিদ্যালয়ে অধ্যায়নরত প্রায় তিন হাজার ছাত্র-ছাত্রীর পাঠদান ব্যাহত হচ্ছে।

সদরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মালেক জানান, উপজেলার নারিকেল বাড়ীয়া ও চরনাছিরপুর ইউনিয়নের ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যা কবলিত হওয়ায় ও চরমানাইড় ইউনিয়নের নাদিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় নদী ভাঙ্গনের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে।

চরনাসিরপুর উচ্চ বিদ্যালয় বন্যাকবলিত হওয়ায় ও চরবন্দরখোলা সিনিয়র মাদ্র্রাসাটি নদী ভাঙ্গনের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top