সকল মেনু

ডেঙ্গু জ্বরে হবিগঞ্জের সিভিল সার্জনের মৃত্যু

হটনিউজ ডেস্ক:
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শাহাদৎ হোসেন হাজরার (৫৩) মৃত্যু হয়েছে।

রবিবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তবে ডেঙ্গু জ্বরের কারণে তার মৃত্যু হয়েছে কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, তার জ্বরের হিস্ট্রি ছিল।

যদিও সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো শাহ আলম গণমাধ্যমকে জানিেয়েছেন, বেশ কিছুদিন ধরেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন সিভিল সার্জন ডা. মো. শাহাদৎ হোসেন হাজরা। এরই মধ্যে রবিবার সকালের দিকে কার্যালয়ে এসে দায়িত্ব পালন করেন এবং জেলা প্রশাসকের কার্যালয়ে সমন্বয় সভায়ও অংশ নেন। এ সময় অসুস্থতাবোধ করলে তিনি সেখান থেকে চলে আসেন।

এরপর তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকরা ঢাকায় প্রেরণ করেন। রাত সোয়া ১০টার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত ৯ জুলাই পদোন্নতি পেয়ে হবিগঞ্জের সিভিল সার্জন হিসেবে যোগদান করেন শাহাদৎ হোসেন হাজরা। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে এবং এক কন্যা সন্তান রেখে গেছেন। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top