সকল মেনু

বিশ্বজিৎ হত্যা মামলা: সাক্ষ্য দিলেন দুই পুলিশ

406-1-2012-12-14795463আদালত প্রতিবেদক :পুরান ঢাকার দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছে পুলিশের দুই কর্মকর্তা। এই দুই কর্মকর্তা হলেন এ হত্যা মামলার রেকর্ডকারী ও সূত্রাপুর থানার উপ-পরিদর্শক আরাফাতুল হক খান ও পুলিশের কনস্টেবল কামাল হোসেন। গতকাল ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল এর বিচারক এ বি এম নিজামুল হক সাক্ষ্য গ্রহণ করে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৯ আগস্ট দিন ধার্য করেন। এর আগে গত ১৪ জুলাই এ মামলার বাদী সূত্রাপুর থানার উপ-পরিদর্শক জালাল উদ্দিন আদালতে সাক্ষ্য দেন। গতকালও সাক্ষ্য গ্রহনের সময়ও বিশ্বজিতের পরিবারের কেউ আদালতে উপস্থিত ছিলেন না। সাক্ষ্য গহনের আগে গ্রেফতার ৮ আসামিকে কারাগার থেকে এ ট্রাইবুনালে হাজির করা হয়। এ মামলায় পলাতক আছেন আরও ১৩ আসামি। মামলার সকল আসামি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী। গত ২৬ মে এ মামলার ২১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। গত ১৯ মে পুলিশের দাখিল করা অভিযোগপত্র আমলে নেয় আদালত। গত ২৯ এপ্রিল মামলাটি মহানগর হাকিম আদালত থেকে দায়রা জজ আদালতে বদলি হয়। গত ৫ মার্চ এ হত্যা মামলায় অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক তাজুল ইসলাম। গত বছরের ৯ ডিসেম্বর বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ক্যাডারদের হাতে নির্মমভাবে নিহত হন নীরিহ দর্জি ব্যবসায়ী বিশ্বজিত দাস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top