সকল মেনু

খামার জাতক সার তৈরীতে এগিয়ে চৌদ্দগ্রামের চেওঁরিয়া সি‘আই‘জি

এস এন ইউসুফ কুমিল্লা: 4 সরেজমিনে ঘুরে দেখা যায় ওই সিআইজির কৃষকরা আধুনিক পদ্ধতিতে খামার জাতক সার (জৈব সার) উৎপাদন করে ফসলে ব্যবহারের মাধ্যমে সফলতা অর্জন করেছে। ইত্যেমধ্যে তা জেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করে প্রশংসা করে এসেছেন। ‘‘এফ ওয়াই এম ভিলেজ’’ নামে পরিচিত গ্রামটিতে প্রায় ১০০ কৃষক এই সার তৈরীতে নিয়োজিত রয়েছে যা কুমিল্লা জেলার মধ্যে একক ও অন্যতম। খামার জাতক এই সার ব্যবহার করে কৃষকরা বিভিন্ন জাতের সবজি, বোরো মৌসুমে বোরো ধান আবাদ এবং ইরি মৌসুমে ইরি আবাদ করেও অধিক ফলন পেয়েছে। এবারও চলতি মৌসুমের আমন ধানের জন্য তৈরিকৃত প্রায় সকল জমিতে এই সার ব্যবহার করেছে। কৃষকদের অভিমত এবারও এই সারের কারনে তারা অধিক ফসল পাবে। এই সার ব্যবহারের ফলে এখন আর রসায়নিক সার ব্যবহার করতে হয়না বলেও কৃষকরা জানান। এ বিষয়ে পদুয়া ব্লকের দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান জানান, কুমিল্লা জেলার অন্য কোন উপজেলায় এই গ্রামের মাতো এতো অধিক সংখ্যক খামার জাতক সার উৎপাদন কেন্দ্র আছে কিনা আমার সন্দেহ আছে। গ্রামটিতে প্রায় শতাদিক কৃষক এই সার উৎপাদন করে তাদের ফসলে রসায়নিক সারের পরিবর্তে তা ব্যবহার করে ভাল ফলন পাচ্ছে। এ উৎপাদনের ধার অব্যাহত থাকলে দিন দিন রসায়নিক সারের ব্যবহার অনেকাংশে কমে আসবে এবং বিষ মুক্ত শাক সবজি ফসল উৎপাদন করা সম্বব হবে।

 

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top