সকল মেনু

ঐতিহাসিক মহাপূন্য ‘বোল বোম’ পূজোৎসব অনুষ্ঠিত

12.08.2013  Bol Bom Photo 01 copyএসএস মিঠু ,জয়পুরহাট থেকে : ‘বোল কাওরিয়া বোল বোম-জয় বাবা ভোলানাথ,‘বোল কাওরিয়া বোল বোম-জয় বাবা সংকর নাম’Ñশত শত পূন্যার্থী ও ভক্তদের মূর্হুমূহ উচ্চারণের মধ্য দিয়ে জয়পুরহাটে দিনবাপি অনুষ্ঠিত হচ্ছেÑ সনাতন হিন্দু ও মাড়োয়ারী সম্প্রদায়ের ঐতিহাসিক মহাপূন্য পূজোৎসব- ‘বোল বোম’ ।আত্মশুদ্ধি ও বিশ্ব শান্তি কল্পে প্রতি বছর শ্রাবণ মাসের প্রথম পূর্নিমা হতে শেষ শ্রাবণের পূর্নিমার পূর্বের সোমবার হিন্দু ধর্মাবলম্বীরা এ পূজোৎসব অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে সোমবার  ভোরে জয়পুরহাট সদর উপজেলার তুলসীগঙ্গা নদীর গুয়াবাড়ি ঘাট থেকে জল এনে প্রায় ৮কিলোমিটার দূরবর্তী ছোট যমুনার তীরে অবস্থিত বেলআমলা গ্রামের ঐতিহাসিক ‘বার শিবালয় মন্দির’ যায়।সেখানে পুন্যার্থীরা শিবের পূজো করেন। অনুষ্ঠিত হয়Ñ সার্বজনিন নগ্ন পদযাত্রা,গঙ্গা স্নান ও হোমযোঙ্গের মহতী অনুষ্ঠান।জয়পুরহাট ছাড়াও পার্শ্ববর্তী বগুড়া,দিনাজপুর,নওগাঁ সহ বিভিন্ন জেলা থেকে আসা কয়েক হাজার হিন্দু ও মাড়োয়ারী সম্প্রদায়ের নানা বয়সী মানুষের ভীড়ে মন্দির এলাকা পরিনত হয় মিলন মেলায়। পূন্যার্থীদের (নারী-পুরুষ) মন্দির প্রাঙ্গণে খাওয়ার ব্যবস্থা করে মন্দির কমিটি।এ পুজোৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গনে বসে গ্রামীণ মেলা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top