সকল মেনু

পাঠ্যবইয়ে ‘বিবর্তনবাদ তত্ত্ব’ নিয়ে হেফাজতের ক্ষোভ

হটনিউজ ডেস্ক:
পাঠ্যবই থেকে ডারউইনের ‘বিবর্তনবাদ তত্ত্ব’ বাদ দেওয়ার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। শুক্রবার (১২ জুলাই) দেওয়া এক বিবৃতিতে এ দাবি জানান হেফাজতে ইসলামের মহাসচিব ও দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার সহযোগী পরিচালক জুনায়েদ বাবুনগরী।

বিবৃতিতে বাবুনগরী বলেন, ‘ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব ২০১২ সাল পর্যন্ত পাঠ্যসূচিতে ছিল না। এই শিক্ষার মাধ্যমে দেশের মুসলিম শিক্ষার্থীদের আল্লাহর প্রতি গভীর বিশ্বাসকে ঘোরতর সন্দিহান ও ভঙ্গুর করে নাস্তিকতাবাদের প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে। এই শিক্ষা চলতে থাকলে আগামী কয়েক প্রজন্ম পর দেশ নাস্তিকদের রাষ্ট্রে পরিণত হবে। ধর্মীয়ভাবে বিয়ের বাধ্যবাধকতা, মদ, জুয়ার বিধিনিষেধ মানবে না। সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য আন্দোলনে নামবে।
বিবৃতিতে বইয়ে এই তত্ত্ব অন্তর্ভুক্তির সঙ্গে সম্পৃক্তদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top