সকল মেনু

কুষ্টিয়া প্রেসক্লাবে হামলা-ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

কাঞ্চন কুমার,কুষ্টিয়া:কুষ্টিয়া প্রেসক্লাবে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা60। এ সময় দুই সংবাদিক আহত হয়েছেন। তারা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।আহত সাংবাদিকরা হলেন- কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য সচিব আল-মামুন সাগর ও সাংবাদিক শামসুল আলম স্বপন।রোববার দুপুর আড়াইটার দিকে এ হামলা চালানো হয়।এ ঘটনার পর কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশকে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, দুপুরে একদল দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে প্রেসক্লাবে অতর্কিত হামলা চালায়। এ সময় প্রেসক্লাবে অবস্থানরত কুষ্টিয়া দুই সাংবাদিক আল-মামুন সাগর ও শামসুল আলম স্বপনকে মারপিট করে তারা।এক পর্যায়ে তাদের ল্যাপটপ, ক্যামেরা, ফ্যাক্স মেশিনসহ প্রেসক্লাবের মূল্যবান কাগজপত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর কুষ্টিয়ার সাংবাদিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শিকদার মশিউর রহমান প্রেসক্লাবে হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।এদিকে, প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সাংবাদিক নেতারা অবিলম্বে হামলাকারীদের দ্রুত গ্রেফতার দাবি জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top