সকল মেনু

সাইফউদ্দিনের দ্বিতীয় শিকার বাবর আজম

হটনিউজ ডেস্ক:

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে দলীয় ২৩ রানের মাথায় উইকেট হারালেও সেখানে থেকে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। বাবর আজম ও ইমাম-উল-হক জুটি গড়েন ১৫৩ রানের। তবে বাবর আজমকে আউট করে তাদের সেই জুটি ভাঙেন সাইফউদ্দিন।

এর আগে শুরুতেই ফখর জামানকে সাজঘরে পাঠান সাইফউদ্দিন। ৩১ বলে ১৩ রান করে মেহেদী মিরাজের হাতে ক্যাচ বন্দী হন ফখর জামান। এদিকে বাবর আজম ৯৮ বলে ৯৬ রান করে এলবিউব্লিউ হয়ে সাজঘরে ফিরেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৯৪ রান। এছাড়াও ক্রিজে ৭৬ রান নিয়ে ব্যাট করছেন ইমাম-উল-হক।

এর আগে লর্ডসে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

বাবর আজম আউট হওয়ার আগে ২৬তম ওভারে ব্যক্তিগত ৫৯ রানের মাথায় মুস্তাফিজুর রহমানের বলে পয়েন্টে মোসাদ্দেক হোসেনের হাতে ক্যাচ দেন। পরের ওভারেই মোসাদ্দেকের বলে মুশফিকের হাতে ক্যাচ দেন তিনি। মোসাদ্দেকের দেখা পথে হাঁটেন মুশফিকও।

এই ম্যাচ জিতলে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে ওঠে আসবে মাশরাফির দল। অন্যদিকে, শেষ চারে যেতে হলে পাকিস্তানকে কেবল জিতলেই হবে না; টাইগারদের হারাতে হবে ৩১৬ রানের বিশাল ব্যবধানে।

কেননা ইতোমধ্যে ১১ পয়েন্ট নিয়ে সেমিতে এক পা দিয়ে রেখেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে জিতলে সরফরাজদের পয়েন্টও হবে ১১। তখন নেট রান রেটের হিসেবে এগিয়ে থাকা দল উঠবে সেমিফাইনালে। অবশ্য এখনও পযর্ন্ত নেট রান রেটে কিউইদের চেয়ে বেশ পিছিয়ে পাকিস্তান।

বিশ্বকাপে ভারতের কাছে হেরে সেমিফাইনালে উঠার লড়াই থেকে ছিটকে যায় বাংলাদেশ দল। তবে লর্ডসে নিজেদের শেষ ম্যাচে জয় পেতে মরিয়া টাইগাররা। পাকিস্তানকে হারিয়ে এবারের আসরে শেষটা রাঙ্গিয়ে দিতে চায় বাংলাদেশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top