সকল মেনু

লিবিয়ায় বিমান হামলায় নিহত ৪৪

হটনিউজ ডেস্ক:

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে একটি বন্দি শিবিরে বিমান হামলায় অন্তত ৪৪ অভিবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮০ জন। দেশটির কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, অভিবাসীদের বন্দি শিবিরে মঙ্গলবার (২ জুলাই) এ হামলা চালানো হয়। এতে অন্তত ৪৪ জন অভিবাসী নিহত এবং ৮০ জন অভিবাসী আহত হয়েছেন। নিহত অভিবাসীদের মধ্যে বেশিরভাগই আফ্রিকান নাগরিক। তারা সবাই একটি উন্নত জীবনের আশায় ইউরোপে পাড়ি জমাতে চেয়েছিলেন।

এদিকে, লিবিয়ার রাজনৈতিক বিশৃঙ্খলার সুযোগে সেখানে মানব পাচারকারীরা সক্রিয় হয়ে উঠেছে। আফ্রিকা অঞ্চলের অভিবাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে তারা। লিবিয়ার কোস্টগার্ডের হাতে আটক ইউরোপগামী অভিবাসীদের বন্দী শিবিরগুলোর করুণ দশার চিত্র বারবারই তুলে ধরেছে মানবাধিকার সংস্থাগুলো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top