সকল মেনু

বিজিবি ও বিএসএফ যৌথ টহল

চুয়াডাঙ্গা প্রতিনিধি (১২.০৮.১৩): চুয়াডাঙ্গার গহেশপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে যৌথ টহল অনুষ্ঠিত হয়েছে। চোরাচালান প্রতিরোধের জন্য এ টহলের আয়োজন করা হয়েছে। রবিবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তিন ঘন্টা ব্যাপি এ টহল চলে।

জীবননগরের গহেশপুর ক্যাম্পের কোম্পাimages (34)নি কমান্ডার সুবেদার শহীদ সরোয়ার জানান, সীমান্ত এলাকায় চোরাকারবারিদের তৎপরতা প্রতিরোধ করার উদ্দেশ্যে মাঝেমধ্যে সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফের যৌথ টহল দেওয়া হয়ে থাকে। রবিবার রাতে এই যৌথ টহলে বাংলাদেশের পক্ষে ৭ সদস্য টিমের নেতৃত্ব দেন বিজিবির গহেশপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শহীদ সরোয়ার। ভারতের ৮ সদস্য টিমের নেতৃত্বে ছিলেন বানপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর জসি সিং। সীমান্তের ৬৩ নং মেইন পিলার থেকে ৬৪ মেইন পিলার পর্যন্ত এ যৌথ টহল চলে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top