সকল মেনু

ভারত থেকে হজে যাচ্ছেন রেকর্ডসংখ্যক নারী

হট নিউজ ২৪

ভারত থেকে এবার হজ পালন করতে যাচ্ছেন দুই লাখ মুসলিম। তবে এবারই রেকর্ডসংখ্যক নারী হজে যাচ্ছেন।

দেশটির সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নাকভি জানিয়েছেন, হজ পালন করতে যাওয়া মানুষের ৪৮ শতাংশই নারী।

দুই ধাপে ভারতের ২১টি স্থান থেকে পাঁচ শতাধিক ফ্লাইটে এসব মানুষ সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবেন। গত বছর ভারত থেকে পুরুষ সঙ্গী ছাড়া হজে যাওয়া নারীর সংখ্যা ছিল ১১৮০।

এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৪০ জনে। ভারতের দিল্লি, গোহাটি, গয়া এবং শ্রীনগর থেকে ৪ জুলাই প্রথম হজ ফ্লাইট যাত্রা শুরু করবে। আর ৩১ জুলাই চেন্নাই থেকে যাত্রা করবে শেষ ফ্লাইটটি। খবর আল অ্যারাবিয়ার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top