সকল মেনু

বগুড়ায় ঈদ উল ফিতর উদযাপিত

BOGRA PIC (1) 11.08.13শামছুল আলম লিটন , বগুড়া অফিস( ১১-৮-১৩):বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মুসলামানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপন করা হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় বগুড়ায় প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহে। নামাজে বগুড়া জেলা প্রশাসক মো: শফিকুর রেজা বিশ্বাস, পুলিশ সুপার মো: মোজাম্মেল হক পিপিএম, জেলা বিএনপি সভাপতি ভিপি সাইফুল ইসলাম , বগুড়া পৌরসভা মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, সরকারী ও বেসরকারী কর্মকর্তা, রাজনৈতিক, ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মুসুল্লিগণ ঈদের নামাজ আদায় করেন। এছাড়া বগুড়া ঐতিহাসিক মহাস্থান মাযার মসিজদ ঈদগাহে জেলার ২য় বৃহত্তম ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদের নামাজের আগে পিতা-পুত্র দুইজন হিন্দু ইসলাম ধর্ম গ্রহন করে ঈদের নামাজে অংশগ্রহন করেন। প্রধান জামায়াতে বগুড়া কেন্দ্রীয় (বড়) মসজিদের খতিব মাওলানা মো: মোজাম্মেল হক ঈদের নামাজে ইমামতি করেন। নামাজ শেষে দেশ ও জাতীর উন্নতি কামনা করে দোয়া করা হয়। বৃষ্টির কারণে জেলার অনেক এলাকায় ঈদগাহে নামাজ আদায় করতে না পেরে মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়। ঈদের দিন থেকে শহরের নামকরা বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top