সকল মেনু

ওয়ালশকে ছাড়িয়ে গেলেন গেইল

হট নিউজ ২৪

তার কাজই হল মারকাটারি ব্যাটিং। দলের প্রয়োজনে বল হাতেও কম যান না ক্রিস গেইল।

শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বোলিংয়ে এসে ওয়েস্ট ইন্ডিজকে ব্রেকথ্রু এনে দেন ক্যারিবীয় মহাতারকা।

ওই এক উইকেটেই স্বদেশী বোলিং কিংবদন্তি কোর্টনি ওয়ালশকে ছাড়িয়ে গেছেন গেইল। ম্যানচেস্টারে ব্যাটিংয়ে নেমে সাত রানে দুই উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড।

তৃতীয় উইকেটে রস টেলর ও কেন উইলিয়ামসন ১৬০ রানের জুটি গড়ে উইন্ডিজকে হতাশ করেন। বিপদের মুখে অধিনায়ক জেসন হোল্ডার জুটি ভাঙতে ডাকেন গেইলকে। নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে এনে দেন সাফল্য। অধিনায়ক হোল্ডারের ক্যাচ বানান রস টেলরকে।

এরমধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড গড়েন গেইল। ৩০ ম্যাচে কিউইদের বিপক্ষে ২২ উইকেট হল তার। তালিকায় এতদিন শীর্ষে ছিলেন পেসার কোর্টনি ওয়ালশ।

বাংলাদেশ জাতীয় দলের বর্তমান বোলিং কোচ ওয়ালশ নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬ ম্যাচে ২১ উইকেট নিয়ে শীর্ষে ছিলেন। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে জোয়েল গার্নার ২০, মারভান ডিলন ১৬ এবং সুনীল নারিন ১৬ উইকেট নিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top