সকল মেনু

অর্থমন্ত্রীর অনুরোধে বাজেট পেশ করছেন প্রধানমন্ত্রী


হটনিউজ ডেস্ক:

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০১৯-২০ অর্থবছরের বাজেট আংশিক উপস্থাপনের পর বাকি অংশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উত্থাপনের অনুরোধ করেছেন।

অর্থমন্ত্রীর অসুস্থতার কারণে তার অনুরোধে স্পিকারের অনুমতিসাপেক্ষে প্রথমবারের মতো বাজেট পেশ শুরু করেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেল স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিতি ছিলেন।

এর আগে মন্ত্রিসভার অনুমোদনের পর ওই প্রস্তাবে সই করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

অর্থমন্ত্রীর বাজেট উত্থাপনের কিছুক্ষণ পর তিনি বক্তব্য দিতে অসুস্থ বোধ করেন। এক পর্যায়ে তিনি সংসদ অধিবেশনে উপস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাজেট উত্থাপনের অনুরোধ করেন।

এরপর স্পিকারের অনুমতি নিয়ে ‘অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা’ শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবারের বাজেটের আকার ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা, যা জিডিপির ১৮ দশমিক ১ শতাংশ। এবারের বাজেটে পরিচালনসহ অন্যান্য খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে ৩ লাখ ২০ হাজার ৪৬৯ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top