সকল মেনু

আহত বিমানের পাইলটসহ বাকিরা দেশে ফিরছেন রাতে

নিউজ ডেস্ক:

মিয়ানমারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনায় আহত পাইলট ও কেবিন ক্রু, গ্রাউন্ড ইঞ্জিনিয়াররা দেশে ফিরছেন আজ রাতে। একইসঙ্গে ওই ফ্লাইটে দেশে ফিরবেন দুর্ঘটনায় আহতরাও।

আজ শুক্রবার (১০ মে) তাদের দেশে আনতে বিকেলে সাড়ে ৩টায় ইয়াংগুন যাচ্ছে বিমানের একটি বিশেষ ফ্লাইট। বিমানের জনসংযোগ শাখার জিএম শাকিল মেরাজ বিষয়টি নিশ্চিত করেছের।

তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ ও মিয়ানমারের আনুষ্ঠানিকতা শেষে বিশেষ ফ্লাইটটি রাতে ঢাকায় ফিরবে।

বিমানের একটি উড়োজাহাজ ৩৫ জন আরোহী নিয়ে গত বুধবার সন্ধ্যায় খারাপ আবহাওয়ার মধ্যে মিয়ানমারের ইয়াংগুন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে।

দুর্ঘটনায় ১৯ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় কানাডার কোম্পানি বম্বার্ডিয়ারের তৈরি ড্যাশ-৮ উড়োজাহাজটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top