সকল মেনু

একশ’ কোটিতে ‘ভাগ মিলখা ভাগ’

bhag1হটনিউজ২৪বিডি.কম:ফারহান আখতার অভিনীত ‘ভাগ মিলখা ভাগ’ এবার যোগ দিয়েছে একশ’ কোটির কাতারে। কয়েক সপ্তাহে ভারতের বক্স অফিসে যেখানে মুখ থুবড়ে পড়েছে কম বাজেটের সিনেমাগুলো, সেখানে প্রায় একচেটিয়া ব্যবসা করেছে মিলখা সিংয়ের ওই বায়োপিক। খবর মিডডের।জুলাই মাসে মুক্তি পাওয়া হিন্দি সিনেমাগুলোর মধ্যে একমাত্র ‘ভাগ মিলখা ভাগ’-ই বক্স অফিসে রাজত্ব করছে এখন পর্যন্ত। ইরোটিক ধাঁচের সিনেমা ‘বি এ পাস’ দর্শকের কিছুটা মনোযোগ আকর্ষণ করতে পারলেও, ‘চোর চোর সুপার চোর’ এবং ‘রাব্বা ম্যায় ক্যা কারু’র মতো ছোট বাজেটের সিনেমা ইতিমধ্যেই হারিয়ে গেছে।বলা যায় অনেকটা খালি মাঠে গোল দিয়ে একশ’ কোটি রুপি আয় করেছে ‘ভাগ মিলখা ভাগ’। ফারহান আখতারের এই সিনেমার কথা বাদ দিলে কেবলমাত্র হলিউডের অ্যানিমেশন ফিল্ম ‘স্মারফস টু’ দেখতেই হলে গিয়েছেন ভারতের সিনেমাপ্রেমীরা। যেখানে এ সপ্তাহের হিন্দি সিনেমাগুলো খুব একটা খেল দেখাতে পারেনি সেখানে ‘স্মারফস টু’ সিনেমাটি শহরের বাচ্চাদের একটি বড় অংশকে সিনেমাহলে টেনে এনেছে।এদিকে সিনেমা পরিবেশক সানি খান্না জানিয়েছেন মুক্তির ২৪ দিনের মধ্যেই একশ’ কোটি রুপির বেশি আয় করে চার সপ্তাহ শেষে ‘ভাগ মিলখা ভাগ’ পৌঁছেছে একশ’ কোটির ক্লাবে।বর্তমানে ভারতের সিনেমা হলগুলোতে সাফল্যের সঙ্গে চলছে হলিউডি সিনেমা ‘দ্য কনজ্যুরিং’ এবং ‘দ্য উলভেরিন’।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top