সকল মেনু

ফরিদপুরে মিল্কভিটার ১২ কোটি টাকার ঋনের চেক বিতরণ

ফরিদপুর প্রতিনিধি:

মিল্কভিটার বাস্তবায়নাধীন গবাদি পশুর জাত উন্নয়ন ও দুধের বহুমুখী ব্যবহার নিশ্চিত করণ কারখানা স্থাপন প্রকল্পের আওতায় ফরিদপুরে চেক বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের বদরপুরের আফসানা মঞ্জিলে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি।

মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বেগম রোকসানা রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা প্রমূখ।

পরে গাভী কেনা ও রক্ষনাবেক্ষনের জন্য ফরিদপুর সদর উপজেলার চরাঞ্চলের ৪৭০ জন উপকারভোগীর মাঝে প্রায় ১২ কোটি টাকার চেক বিতরন করা হয়। এ সময় সরকারি-বেসরকারি কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top