সকল মেনু

গ্রেফতার হতে পারেন নায়ক ফেরদৌস!

হট নিউজ ২৪:

ঋতুপর্ণা সেনগুপ্ত, রচনা ব্যানার্জিসহ অনেক তারকা অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে ওপার বাংলার একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। সিনেমার পর্দায় মানুষ তাকে দেখতে অভ্যস্ত থাকলেও এবার তাকে দেখা গেল ভারতের জাতীয় নির্বাচনের প্রচারণার ময়দানে। চলমান লোকসভার নির্বাচনী প্রচারণায় তৃণমূলের হয়ে রবিবার নির্বাচনী প্রচারণায় দেখা যায় ফেরদৌসকে। তবে এটা ভালোভাবে নেয়নি কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি।ভারতের একটি নিবন্ধিত রাজনৈতিক দল কীভাবে বিদেশি নাগরিককে দিয়ে প্রচারণা চালাচ্ছে সেটা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এখানেই শেষ নয়, এবার দেশটির নির্বাচন কমিশনের কাছে এ নিয়ে অভিযোগ করেছে বিজেপি। একই সঙ্গে ভিসা আইনের শর্ত লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ায় বাংলাদেশি এই চিত্রনায়ককে গ্রেফতারের দাবি জানিয়েছে রাজ্য বিজেপি।

ভারতের সরকারি সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) বলছে, বিদেশি নাগরিক তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার অভিযোগ পাওয়ার পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় রিজিওনাল ফরেইনার্স রেজিস্ট্রেশন অফিসের কাছে এ বিষয়ে ব্যাখ্যাসহ প্রতিবেদন চেয়েছে।
এদিকে, পশ্চিমবঙ্গের বিজেপি নেতা জেপি মজুমদার নির্বাচন কমিশনে যে অভিযোগ দায়ের করেছেন, সেখানে তিনি ফেরদৌসকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। জেপি মজুমদার বলেছেন, ‘ভারতে নির্বাচনী প্রক্রিয়ায় কোনো বিদেশি অংশ নিতে পারেন না। কিন্তু তৃণমূল কংগ্রেস একজন বাংলাদেশিকে ব্যবহার করে নির্বাচনী বিধি ভঙ্গ করেছে। এছাড়া ভিসা-সংক্রান্ত আইন না মানায় তাকে (ফেরদৌস) গ্রেফতার করা উচিত।’

এর আগে, রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘ভারতের একটি নিবন্ধিত রাজনৈতিক দল কীভাবে বিদেশি নাগরিককে দিয়ে পশ্চিমবঙ্গে রোড শো করাচ্ছে? আমি এ রকম আগে শুনিনি। আগামীকাল হয়তো আমাদের মমতা ব্যানার্জি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে দিয়ে তৃণমূলের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার জন্য ডাকতে পারেন। আমরা এ ঘটনার নিন্দা জানাই।’ তিনি আরও বলেন, ‘একজন বাংলাদেশি অভিনেতাকে ব্যবহার করে রাজ্যের ক্ষমতাসীন দল উত্তর দিনাজপুর জেলার ৫০ শতাংশ মুসলিম ভোট টানতে চাইছে। তৃণমূল আসলে আমাদের দেখে ভয় পেয়ে গেছে, তাই বিদেশ থেকে অভিনেতা নিয়ে আসছে।’

তবে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থীর প্রচারণায় ফেসদৌস অংশ নিয়েছিলেন সেই কানাইয়ালাল আগরওয়ালের নির্বাচনী এজেন্ট মুশাররফ হুসেন জানান, ‘ফেরদৌস বাংলাদেশে একজন জনপ্রিয় অভিনেতা। আমরা তাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে রোড শোয় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছিলাম এবং তিনিও রাজি হয়েছেন।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top