সকল মেনু

বিবর্ণ ঈদ পুলিশের!

Police-sm-1-300x19120130809090048আছাদুজ্জামান,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা:ছোট দুটি ছেলে-মেয়ে রয়েছে বাড়িতে। ঈদে বাড়ি যাইনি বলে খুব কান্নাকাটি করেছে ওরা। আমার ঈদটাও ভালো কাটেনি। কি করবো আর? চাকরি যোগদানের সময় ২৪ ঘণ্টা ডিউটি করবো বলে প্রতিশ্রুতি দিয়েছি।শুক্রবার হটনিউজকে এভাবেই কষ্টের কথাগুলো বলছিলেন পুলিশ কনস্টেবল মো. রবিউল ইসলাম। ঈদের দিনেও ডিউটি করছেন রাজধানীর পুরানা পল্টন মোড়ে। রাস্তা দিয়ে মানুষ নতুন জামা কাপড় পরে তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। সেদিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে ছিলেন রবিউল ইসলাম।শুধু রবিউলই নন, তার মতো প্রায় দশ হাজার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নগরীর নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছেন।শুক্রবার ঈদের দিন রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিজেদের ঈদের আনন্দকে জলাঞ্জলি দিয়ে নগরবাসীর ঈদ উৎসবকে নির্বিঘ্ন করতে সার্বক্ষণিক সর্তক অবস্থানে রয়েছেন এসব আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।ঈদের এ সময়টাতে নগরীতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা এড়াতে প্রতি বছরই ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এ ধরনের প্রস্তুতি নেওয়া হয়।মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল বলেন, এটি একটি জরুরি সার্ভিস। তাই যে কোনো পরিস্থিতিতে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের কর্তব্য পালন করতে হয়।তিনি বলেন, আমার চাকরির মেয়াদ তিন বছর হল। এই তিন বছরে মাত্র দু’টি ঈদ বাড়িতে করেছি। বাকি ঈদগুলো এভাবেই বিভিন্ন রাস্তায় করতে হয়েছে।পুলিশের সহকারী কমিশনার আবু ইউসুফ হটনিউজকে বলেন, আমাদের কাছে নগরবাসীর নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর তাদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে রাজধানীর বিভিন্ন স্থানে পোশাকে ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।যাতে ঢাকাবাসী নিবিঘ্নে এ আনন্দকে উপভোগ করতে পারেন, সেজন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।Police-sm-1-300x19120130809090048পুরান ঢাকার বাসিন্দা সজল বলেন, ঈদে নিবিঘ্নে চলাফেরা করতে পারছি । কোনো ঝামেলা হচ্ছে না। নগরীর বিভিন্ন স্থানে পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীকে চোখে পড়ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top