সকল মেনু

শুক্রবার বিকেলে র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীবইমেলা

হটনিউজ ডেস্ক: কাল থেকে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে প্রকাশনা সংস্থাগুলো। শুক্রবার (০১ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণজুড়ে স্টল সাজসজ্জার কাজ চলছে। গেল বছরের তুলনায় এবার মেলার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবারই প্রথমবারের মতো মেলায় থাকছে ‘আমি লেখক বলছি’ মঞ্চ।এবারের মেলায় ৬শতাধিক স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া মেলায় থাকবে ৪২টি প্যাভিলিয়ন। বাংলা একাডেমির ভেতরে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের একশোটি স্টল বরাদ্দ থাকবে।

এবারের বইমেলা পাঠকবান্ধব ও দৃষ্টিনন্দন হবে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। বৃহস্পতিবার (৩১ ফেব্রুয়ারি) দুপুরে বাংলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top