সকল মেনু

গ্যাসের দাম আপাতত বাড়ানো হচ্ছে না

হটনিউজ ডেস্ক: আপাতত গ্যাসের দাম বাড়ানো হচ্ছে না। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে শুল্ক প্রত্যাহার করায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।এর আগে গত সপ্তাহে বিইআরসি গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানতে চায়।কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের আগে কোনও ধরনের গ্যাসের দাম না বাড়ানোর বিষয়ে নির্দেশনা দেন। মূলত আবাসিক ও বাণিজ্যিক ছাড়া সব ধরনের গ্যাসের দামই বাড়ানোর প্রস্তাব দিয়েছিল বিতরণ কোম্পানিগুলো।বিইআরসি চেয়ারম্যান মনোয়ার ইসলাম বলেন, জ্বালানি খাতে ভর্তুকি দিচ্ছে সরকার। আর দাম না বাড়ার কারণে পেট্রোবাংলাকে ৩ হাজার ১০০ কোটি টাকা দিয়ে সহায়তা করতে হবে।এছাড়া বিভিন্ন উদ্যোগের মাধ্যমে গেল কয়েক মাসে গ্যাস বিতরণে সিস্টেম লস কমিয়ে আনতে সরকার সক্ষম হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top