সকল মেনু

‘আদিবাসি’ স্বীকৃতির দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ, সমাবেশ

বিজন কৃষ্ণ রায়, দুর্গাপুর নেত্রকোনা প্রতিনিধি:আদিবাসি’র সাংবিধানিক স্বীকৃতি, বিজয়পুরের সাদামাটি উত্তোলন বন্ধ,চাকুরীতে কোটা বাড়ানো,সমতল আদিবাসিদের পৃথক ভূমি মন্ত্রণালয়ের দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছে বাংলাদেশ গারোছাত্র সংগঠন (বাগাছাস)।বৃহষ্পতিবার দুপুরে দুর্গাপুরের বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমী প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদ চত্বর হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়।সেখানে দুর্গাপুর বাগাছাস সহসভাপতি রোমেল মানচিনের সভাপতিত্বে সমাবেশ হয়। এতে বক্তব্য রাখেন, সুসং ডিগ্রি কলেজের অধ্যক্ষ ভবানী সাহা, অধ্যাপক রেমন্ড আরেং, দুর্গাপুর খনিজ সম্পদ ও পরিবেশ রক্ষা কমিটির সাধারন সম্পাদক স্বপন হাজং ,ডাঃ নির্জল চিসিক ও বাগাছাস কেন্দ্রীয় কমিটির সহপ্রচার সম্পাদক রিংকু মানকিন।DAY_10_13627gসভায় ভবানী সাহা তার বক্তব্যে বলেন, আদিবাসিদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। সাদামাটি লুট হচ্ছে। বনের বদলে ইকো পার্ক গঠন করা হচ্ছে।অবিলম্বে এসব বন্ধ করতে হবে। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সকল আদিবাসি হত্যাকান্ডের বিচার দাবি করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top