সকল মেনু

জেলেদের গণপিটুনিতে ২ বনদস্যু নিহত, ২টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

images (7)মংলা প্রতিনিধি:সুন্দরবনের কটকা এলাকায় জেলেদের গণপিটুনিতে বনদস্যু রুবেল বাহিনীর দ্ইু সদস্য নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে কোস্ট গার্ড এক দস্যুর লাশসহ ২টি আগ্নেয়াস্ত্র ও ১০৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে। নিখোজ রয়েছে নাম না জানা অপর দস্যুর মৃতদেহ।কোস্ট গার্ড পশ্চিম জোনের (মংলা) অপারেশন কর্মকর্তা লে: মোজাহিদুর রহমান জানান, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা এলাকায় বনদস্যু রুবেল বাহিনী বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করছিল। এ সময় আশপাশে সকল জেলে সংঘবদ্ধ হয়ে দস্যুদের উপর হামলা চালায়। জেলেদের হামলা ও পিটুনিতে বনদস্যু রুবেল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সোহাগসহ দু’জন নিহত হয়। পরে খবর পেয়ে কোস্ট গার্ড ঘটনাস্থল থেকে ১টি একনালা বন্দুক, ১টি এয়ারগান, ২৯ রাউন্ড এলজির গুলি ও ৭৫ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করে। এছাড়া বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সোহাগের লাশ উদ্ধার করে কোস্ট গার্ড। তবে নিহত অপর দস্যুর লাশের সন্ধানে কোস্ট গার্ড ওই এলাকায় তল্লাশী চালাচ্ছে বলে জানায় কোস্ট গার্ড। নিহত দস্যুর লাশ ও উদ্ধার হওয়া অস্ত্র-গুলি শরণখোলা থানা পুলিশে হস্তান্তর করা হবে বলেও জানায় কোস্ট গার্ড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top