সকল মেনু

পোকার আক্রমন;কৃষকরা রোপা আমন নিয়ে চিন্তিত

images (13)ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রামঃকুড়িগ্রামের উলিপুরে বীজতলায় পোকার আক্রমনে আমনের চারা মরে যাচ্ছে । বিভিন্ন প্রকার পোকা চারার পাতা খেয়ে ফেলছে। অনেকে বীজতলায় কীটনাশক ¯েপ্র করেও কোন ফল না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে। কৃষি বিভাগ সুত্রে জানা যায়,চলতি রোপা আমন মৌসুমে উলিপুর উপজেলায় ১৫হাজার ২৪৩হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগ জানায়,বীজতলা সামান্য ক্ষতিগ্রস্ত হলেও তাতে কৃষকদের আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। কিছু পরামর্শ মোতাবেক কৃষকরা বীজতলার পরিচর্যা করলে এ সমস্যা কাটিয়ে উঠতে পারবে। উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের খুজিয়া আমতলীর কৃষক ছাবেদ আলী জানান,পোকার আক্রমনে তার বীজতলার চারা প্রথমে লাল বর্ণ হয় পরে ধীরে ধীরে চারাগুলো পুড়ে যায়। একই উপজেলার গুনাইগাছ এলাকার কৃষক নুর ইসলাম জানান পোকার আক্রমনে তার বীজতলা পুরো নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। এখন তিনি খুবই দুশ্চিন্তায় আছেন কিভাবে আমন রোপন করবেন। এসব পোকা চারার রস খেয়ে ফেলে। ফলে চারা লালচে হয়ে মরে যায়। উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা বিশ্বনাথ জানান,এ পোকা দমন করা কঠিন কিছু নয় সাধারন কীটনাশক ¯েপ্র করলেই কাজ হয়। উপজেলা কৃষি কর্মকর্তা অমিনুল ইসলাম জানান,পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় বীজতলার চারাগুলোতে পোকার আক্রমন বেশি হয়েছে তবে তা দমন করাও কঠিন নয়। সকল কৃষককে তাদের বীজতলায় কীটনাশক ছিটাতে বলা হয়েছে। ]

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top