সকল মেনু

পবিত্র ঈদুল আজহা ২২ আগস্ট


হটনিউজ ডেস্ক :

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২২ আগস্ট পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

রোববার বাদ মাগরিব ধর্মমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর ধর্মমন্ত্রী মতিউর রহমান এই ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, রোববার বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই সোমবার থেকে এ মাস গণনা শুরু হবে এবং বাংলাদেশে কোরবানির ঈদ হবে ২২ আগস্ট।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোঃ আনিসুর রহমান।

এর আগে সৌদি আরবের আকাশে শনিবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামী ২০ আগস্ট মঙ্গলবার পবিত্র হজ অনুষ্ঠিত হবে। পরদিন ২১ আগস্ট সেখানে ঈদুল আজহা পালন করা হবে।

শনিবার দেশটির সর্বোচ্চ আদালত জানিয়েছেন, ১২ আগস্ট (রোববার) হচ্ছে জিলহজ মাসের প্রথম দিন। অর্থাৎ জিলকদ মাসের শেষ দিন হচ্ছে ১১ আগস্ট (শনিবার)।

সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজ এসব তথ্য জানায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top