সকল মেনু

কলাপাড়ায় ঈদের ভিজিএফএর হতদরিদ্রদের পাঁচ টন চাল লোপাট

images (6)নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ০৭ আগস্ট : লতাচাপলী ইউনিয়নে ঈদে দরিদ্রদের মধ্যে বিতরণের জন্য বিশেষ ভিজিএফএর ২৬ ’শ পরিবারের জন্য বরাদ্দ দেয়া চালের অন্তত পাঁচ টন চাল লোপাট হয়ে গেছে। সরকারি নির্দেশনা মতে প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল দেয়ার কথা। কিন্তু দেয়া হয়েছে সর্বোচ্চ আট কেজি করে। এছাড়া এই চাল ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের মাধ্যমে বিতরণের কথা থাকলেও সরকার সমর্থক নেতারা ১৩ ’শ পরিবারের মধ্যে নিজেরাই চাল বিতরণ করেন। এর প্রতিবাদ করলে শারীরিকভাবে লাঞ্চিত করা হয় ইউপি সদস্য কেএম মনিরুজ্জামানকে। সরকার সমর্থক আলম হাওলাদার, ফারুক ভুইয়ার হাতে লাঞ্চিত হয়েছেন মনিরুজ্জামান। বুধবার সকালে এসব কান্ড ঘটেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ওই ইউনিয়নে ২৬ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। ওজনে কম দেয়ার ব্যাপারে তদন্ত করছেন। এঘটনায় সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top