সকল মেনু

কোন রিকোয়েস্ট রাখার সুযোগ নেই: জামায়াত

হটনিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে শেষ পর্যন্ত জামায়াত ভোটের মাঠে থাকবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘দলের প্রাথির্তা প্রত্যাহার করতে বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের অনুরোধ রাখার সুযোগ নেই।’শনিবার রাতে তিনি এসব কথা বলেন।মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আর তো সময় নেই। নির্বাচনের মাঠে আমরা আছি। শেষ পযর্ন্ত থাকব। এ সিদ্ধান্তই আমাদের আছে।’ তিনি আরও বলেন, ‘নির্বাচনে শেষপযর্ন্ত প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে আমরা অটল। এখানে আর কোনও বিকল্প ভাবনা আমাদের নেই।’জামায়াতের এই নেতা বলেন, ‘ফরমাল রিকোয়েস্টের টাইম পার হয়ে গেছে। আমরা নমিনেশন সাবমিট করার আগে বিএনপির মহাসচিবের কাছে পরিষ্কারভাবে ওয়ান টু ওয়ান বলেছি, এরপর অনেক কথা হয়েছে। তারা তো বিবেচনা করতে পারেননি। তারা বড় দল, কেউ কেউ ভিন্নমত দেন, ভালো মত, খারাপ মত, দিতেই পারেন।’মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘তারা আমাদের কাছে যেমন অক্ষমতার কথা বলেছেন, তেমনি আমরাও আমাদের অক্ষমতার কথা বলেছি। আমরাও বলেছি, আমাদের প্রাথির্তা প্রত্যাহার করার কোনও সুযোগ নেই।’উল্লেখ্য, শনাবার বিকালে ২০ দলীয় জোটের বৈঠকে জামায়াতকে সিলেটে প্রাথির্তা প্রত্যাহারের অনুরোধ জানানো হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা করেন, জামায়াত প্রার্থিতা প্রত্যাহার করবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top